‘ডে অফ জ্যাকেল’ সিরিজে লাশানা লিঞ্চ এবং এডি রেডমেইন
ব্রিটিশ তারকা লাশানা লিঞ্চ আসন্ন ‘ডে অফ জ্যাকেল’ সিরিজে অস্কারজয়ী অভিনেতা এডি রেডমেইনের সঙ্গে অভিনয় করবেন। ফ্রেডরিক ফরসাইথের একই নামের উপন্যাস অবলম্বনে ফিল্মটি নির্মাণ করবে ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল স্টুডিওস এবং কার্নিভাল ফিল্মস। উপন্যাসটির কাহিনী নিয়ে প্রথম ফিল্মটি মুক্তি পায় ১৯৭৩ সালে এডওয়ার্ড ফক্স এবং মাইকেল লন্সডেলের অভিনয়ে। একই কাহিনী নিয়ে ১৯৯৭ সালে ব্রুস উইলিস এবং সিডনি পয়টিয়ে’র অভিনয়ে ‘দ্য জ্যাকেল’ নামে...