ইসলামি সংগীতে অনন্য মুজাহিদ বুলবুল
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম
ইসলামি গজল-গানে শ্রোতাদের মন জয় করেছেন প্রখ্যাত শিল্পি মুজাহিদ বুলবুল। ইসলামি ভাবধারার গানে তার কৃতিত্ব এখন মানুষের মুখে মুখে। তার স্টেজ প্রোগ্রামগুলোতে এখন উপচে পড়ে শ্রোতাদের ভিড়। প্রায় দুই দশকের উপরে লাগাতার পারফর্ম করে যাচ্ছেন তিনি। শীত মৌসুম এলেই দেশের আনাচে কানাচে ইসলামি গজলের অনুষ্ঠানে প্রধান শিল্পি হিসাবে সঙ্গীত পরিবেশন করছেন তিনি।
মুজাহিদ বুলবুল বর্তমান সময়ের একজন শক্তিমান কবিও। ‘পাখি ও হাওরের প্রেম’, কিংবা লাল ‘পাহাড়ের নীল কবিতা’, নামে তাঁর বিখ্যাত দুটি কবিতার বই রয়েছে। ইসলামি গানের ক্ষেত্রেও আধুনিক সুরারোপ তাকে বিশিষ্টতা দান করেছে। গানের লিরিক, ছন্দ, তাল, লয়ে তাঁর রয়েছে নিবিড় পরিচর্যা। এছাড়া ইসলামি সঙ্গীতচর্চাকে উৎসাহিত করতে তিনি ‘রিসালাহ’ নামের একটি শিল্পীগোষ্ঠী গড়ে তুলেছেন। তাঁর তত্ত্বাবধানে দেশের অনেক শিশু কিশোররা সংগীত সংগীত চর্চায় রত আছেন।
ছোটবেলা থেকেই গজলের প্রতি টান ছিল এ শিল্পির। মনের মতো লিরিক পেলেই সুরারোপ করার চেষ্টা করতেন। পরবর্তীতে কঠোর সাধনা ও রেওয়াজ তাঁকে এখন দেশের শীর্ষস্থানীয় ইসলামি সংগীত শিল্পি হিসাবে খ্যাতি এনে দিয়েছে। বাবা মাওলানা আব্দুস সোবহান জিহাদি একজন ইসলামি বক্তা। পরিবার ও বন্ধুবান্ধবের উৎসাহ উদ্দীপনায় শুরুতে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গজল পরিবেশন করতেন। সেই কৈশোরকালেই ২৬টির মতো ইসলামি সংগীতের ক্যাসেট অ্যালবাম বেরোয়। ধীরে ধীরে পরিণত হওয়া এই শিল্পী এখন ইসলামি সঙ্গীত ভূবনের এক আলোকিত তারকা। বলা যায়, বাংলাদেশে এককভাবে ইসলামি সঙ্গীতের স্টেজ প্রোগ্রাম তাঁর মাধ্যমেই ব্যাপকতা লাভ করে। এছাড়া ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই শিল্পি ইংল্যান্ডে অবস্থানকালে চ্যানেল আই ইউরোপে তাঁর উপস্থাপনা ও পরিচালনায় ইসলামী সংগীতের ফনোলাইভ অনুষ্ঠান ‘মাদিনার সুর’ অনুষ্ঠান পরিচালনা করেন। এর সুবাধে ইউরোপের মুসলিম কমিউনিটিতে তাঁর সংগীতের আবেদনও ব্যাপক।
১৯৮৪ সালের ১লা জানুয়ারি মৌলভীবাজার জেলা সদরের সাধুহাটি গ্রামে জন্মগ্রহণ করেন মুজাহিদ বুলবুল। তার পারিবারিক নাম মো. মুজাহিদুল ইসলাম বুলবুল। কিশোর বয়সেই পত্র-পত্রিকা সাহিত্যের প্রতি তাঁর অন্যরকম টান ছিল। কিছুদিন সাংবাদিকতাও করেছেন। তারপর নিয়মিত ছড়া, কবিতা ও সনেট লিখে দেশের সাহিত্যমোদিদের কাছে ব্যাপক পরিচিত ও সমাদৃত হন। ১৯৯৮ সালে বের হয় তার প্রথম গজলের অ্যালবাম কামলিওয়ালা। এরপর ধারাবাহিকভাবে বেরোয়- চলো জিহাদ রণে, জাগো হে মুসলমান, ফরিয়াদ, আর্তনাদ, মুক্তির দিশারী, গুলশান, প্রহরী, অসহায় বনি আদমের অশ্রু ঝরে’ অ্যালবামগুলি। শুরুতে এগুলোই তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। বর্তমানে ইন্টারনেট ও প্রযুক্তির কল্যাণে মুজাহিদ বুলবুলের শত শত হামদ, নাত, মরমী ও জাগরণী সংগীত ইউটিউব, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ফেইসবুকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
শরীয়তপুর সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি
মতলবে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
নানা আয়োজনে দুমকীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু
২০২৪ আমার জীবনের শ্রেষ্ঠ বছর : উপদেষ্টা আসিফ
আশুলিয়ার বিভিন্ন স্কুলে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা
ইবিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা
মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সাতকাহন’
নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট
অর্থহীনে যুক্ত হলেন তরুণ গিটারিস্ট মঈন
ইন্দোনেশিয়ায় অ্যাপল-গুগল নিষেধাজ্ঞা, প্রযুক্তিপ্রেমীদের হতাশা
ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছে সকল ক্যাডারের সরকারি কর্মচারিরা
নাভাসের অশ্রুসিক্ত বিদায়
লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেল ৩৫০ মেধাবী শিক্ষার্থী
বছরের প্রথম সূর্যোদয় দেখতে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক
প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন, শিক্ষকদের কর্মবিরতি
স্বাধীনতার ৯ মাস যুদ্ধ করেছি আমরা, কিন্তু স্যারেন্ডার হয়েছে ভারতের কাছে: এবিএম মোশাররফ হোসেন
শ্রীলঙ্কায় নতুন নেতা দিসানায়েকের প্রতিশ্রুতি, সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখোমুখি