হানিফ সংকেত-এর ঈদের নাটক ‘ব্যবহার বিভ্রাট’
প্রতিবারের মত এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘ব্যবহার বিভ্রাট’। প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। বরাবরই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। প্রতি বছর দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করেন তিনি। এবারও তার নাটকে পাওয়া যাবে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। হানিফ সংকেতের প্রতিটি নাটকেই থাকে চমৎকার সামাজিক...