বলিউড শীর্ষ পাঁচ
১. মুনজিয়া২. ব্ল্যাকআউট৩. মালহার৪. বজরঙ্গ অ্ওর আলি৫. দেড় বিঘা জমিনমুনজিয়াআদিত্য সর্পোতদার পরিচালিত সুপারন্যাচারাল কমেডি। আদিত্য প্রধানত মারাঠি ফিল্মের পরিচালক, পাশাপাশি তিনি ‘থোড়ি থোড়ি সি মানমানিয়া’ (২০১৭), ‘দ্য শোলে গার্ল’ (২০১৯) এবং ‘রাইকার কেস’ (২০২০) নামে তিনটি হিন্দি ফিল্মও পরিচালনা করেছেন। বিট্টু (অভয় ভার্মা) মা পাম্মি (মোনা সিং) আর দাদীর (সুহাসিনী জোশি) সঙ্গে পুনেতে থাকে। মা একটি বিউটি পার্লার চালায় আর...