দেশে সালমান খানের বিইয়িং হিউম্যান-এর চতুর্থ শো রুম
গতকাল ওয়ারিতে বলিউড তারকা সালমান খানের গড়া ‘বিয়িং হিউম্যান’ দাতব্য প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত ফ্যাশন হাউস বিয়িং হিউম্যান-এর চতুর্থ শো রুশের উদ্বোধন করা হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাফা কবির। প্রতিষ্ঠানটি ৩৬, র্যাংকিন স্ট্রিট, ওয়ারিতে অবস্থিত। এখানে সালমান খানের অনুমোদিত পোশাক পাওয়া যাচ্ছে।