মৃত্যুর ৬২ বছর ‘বেঁচে’ উঠলেন মেরিলিন মনরো! বিজ্ঞানের অসাধ্যসাধন
মৃত্যুর পর পেরিয়েছে অর্ধ শতকেরও বেশি। তবু আজও তিনি জনপ্রিয়, আকর্ষণের কেন্দ্রে। তিনি মেরিলিন মনরো। এমন মাথা ঘুরিয়ে দেয়া সৌন্দর্য সকলের থাকে না। তার সৌন্দর্যের রশিতে যে কত পুরুষের মনের নৌকা বাধা ছিল, তার ইয়ত্তা নেই।
শুধু ছিল কেন, এখনও আছে। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম ‘সেক্স সিম্বল’ সেই মেরিলিন যদি হঠাৎ বেঁচে ওঠেন! ভক্তের সঙ্গে কথা বলেন! কেমন হবে? তারচেয়ে বড় প্রশ্ন...