জি সিনে অ্যাওয়ার্ডে শাহরুখের বাজিমাত
রবিবার (১০ মার্চ) রাতে বসেছিল ‘জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৪’র আসর । এটি বলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর একটি। আর এ বছর জি সিনে অ্যাওয়ার্ডে বাজিমাত করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। সেরা অভিনেতা (পপুলার) হিসেবে জি সিনে অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন শাহরুখ। সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, ভিএফএক্স, সংলাপ, লিরিক্স এবং অ্যাকশনের জন্য পুরস্কার জিতে নিয়েছে তার সিনেমা ‘জাওয়ান।’
জি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার জয়ে...