কনসার্টে অরিজিতের দিকে পোশাক ছুড়ে মারলেন নারী ভক্ত!
অরিজিৎ সিং মানেই সুরের মূর্ছনা। জাদুমাখা কণ্ঠের অধিকারী ভারতীয় এ শিল্পী তার গানে মন্ত্রমুগ্ধ করে দেন শ্রোতাদের। সেই অরিজিতের লাইভ কনসার্টে এক নারী ভক্ত অবাক করা কাণ্ড ঘটিয়ে বসলেন। কনসার্ট চলাকালীনই গায়ের টপ খুলে গায়কের দিকে ছুড়ে মারলেন ওই নারী। সম্প্রতি নেপালের এক কনসার্টেই ঘটেছে এমন কাণ্ড। সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
সেই ভিডিওতে দেখা যায়, ভক্তদের দেওয়া...