ফের কনসার্টে গাইতে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
ফের ঢাকায় আসছেন দুই বাংলার শ্রোতানন্দিত গায়ক অঞ্জন দত্ত। এবার ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’ শীর্ষক এক কনসার্টে অংশ নিতে ঢাকা আসছেন তিনি। আগামী ১১ মে ঢাকায় কনসার্টে গান গাইবেন অঞ্জন। অঞ্জন দত্তের এই কনসার্টের ঘোষণা দিয়েছে আর্কলাইট ইভেন্টস। কনসার্টটির ভেন্যু ঢাকার পূর্বাচলের ঢাকা এরিনা।
সম্প্রতি আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’ শিরোনামের কনসার্টে...