মাসব্যাপী অনুস্বরের চার নাটকে ৯ প্রদর্শনী
নাট্যদল অনুস্বর ফেব্রয়ারি মাসজুড়ে চার নাটকের ৯টি প্রদর্শনী করবে। নাটকগুলো হচ্ছে, ‘হার্মাসিস ক্লিওপেট্রা’, ‘রায়মঙ্গল’, ‘জীবন’ ও ‘হুতাশ মরণ’। হার্মাসিস ক্লিওপেট্রা’ নাটকের গল্পে দেখা যাবে, বিদেশি শক্তির হাত থেকে মিসরকে রক্ষার জন্য দেবতাদের দ্বারা আদেশপ্রাপ্ত হয় হার্মাসিস। এ দায়িত্ব নিয়ে কৌশলে ক্লিওপেট্রার প্রাসাদে ঢুকে পড়ে রাজজ্যোতিষীর কাজ নেয়। ক্লিওপেট্রাকে হত্যার পরিকল্পনা করে সে। রাহমান চৌধুরীর লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ...