হলিউডের অস্কার-কোয়ালিফাইং উৎসবে বাংলাদেশের ‘নট আ ফিকশন’
হলিউডের অস্কার কোয়ালিফাইং উৎসব ৩৩তম সিনেকুয়েস্ট ফিল্ম এন্ড ভিআর ফেস্টিভ্যালে একমাত্র বাংলাদেশি শর্টফিল্ম হিসেবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে ওয়ান শট ফিল্ম `নট আ ফিকশন`। শর্টফিল্মটি নির্মাণ করেছেন শাহনেওয়াজ খান সিজু। গুগল, মেটা, নেটফ্লিক্সসহ দুনিয়ার বাঘা বাঘা সব টেক প্রতিষ্ঠানের আঁতুড়ঘর খ্যাত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে আগামী ৭ থেকে ১৭ মার্চ বসতে যাচ্ছে ইউএসএ টুডে রিডার্সদের ভোটে আমেরিকার সেরা চলচ্চিত্র উৎসব হিসেবে নির্বাচিত...