সাংবাদিককে থুতু মেরে জরিমানা গুনলেন নির্মাতা
ঘটনাটি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। প্রখ্যাত ফরাসি সাংবাদিক এডউই প্লেনেলের মুখে থুতু মেরেছিলেন পরিচালক মাইওয়েন। উৎসবে উদ্ধোধনী দিনে প্রদর্শিত হয়েছিল মাইওয়েন পরিচালিত ও জনি ডেপ অভিনীত চলচ্চিত্র ‘জঁ দ্যু ব্যারি’। সিনেমাটির টিম যেদিন লালগালিচায় হাঁটছিল তারপরেই এই অঘটন ঘটে। এ নিয়ে সেসময় বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক শোরগোল হয়। অবশেষে মামলা গড়ায় আদালতে।
এ ঘটনায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাইওয়েনকে ৪০০ ইউরো (৪৩৫ ডলার)...