বাস্তবে সম্পর্কে জড়িয়েছেন ‘জগদ্ধাত্রী’ জুটি অঙ্কিতা-সৌম্যদীপ!
একই ধারাবাহিক বা ফিল্মে কবজ করতে গিয়ে রোমান্সে জড়ান খুব ভসআবঅবাকি নয়। ঠিক এমনই ঘটেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ জুটি অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে। গত এক বছর ধরে টিআরপি তালিকায় বহু বার এক নম্বরে এসেছে ‘জগদ্ধাত্রী’র নাম। জ্যাস সান্যালের দুর্ধর্ষ অ্যাকশন ভাল লাগে দর্শকের। সেই সঙ্গে স্বয়ম্ভুর সঙ্গে নায়িকার রোমান্সও দর্শককে যোগায় ভরপুর বিনোদন। পর্দার হিট জুটিরা বাস্তবেও...