বিটিভিতে তালিকাভুক্ত হলেন এ্যান্ড্রু কিশোরের শিষ্য রবি কিশোর
প্লেব্যাক স¤্রাট এ্যান্ড্রু কিশোরের শিষ্য রবি কিশোর বিটিভির আধুনিক গানের ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছেন। কৃষক পরিবারের সন্তান রবিউল ইসলাম এ্যান্ড্রু কিশোরের ভক্ত। তার গাওয়া গান গেয়ে এলাকায় দারুন জনপ্রিয়তা অর্জন করেন। নিজের কণ্ঠের সঙ্গে মিল থাকায় এন্ড্রু কিশোর নিজেই রবিউলের নাম ধারণ করে হন রবি কিশোর। রবি কিশোর বলেন, আমি এক কৃষক পরিবারের সন্তান। অনেক প্রতিকূলতার পর অবশেষে আমাকে বাংলাদেশ টেলিভিশন...