যে গান রেকর্ডিংয়ের সময় এ আর রহমান গায়ককে অজু করতে বলেছিলেন
অস্কার বিজয়ী ভারতীয় সঙ্গীতজ্ঞ এ আর রহমান রণবীর কাপুর অভিনীত ‘রকস্টার’ সিনেমায় ‘কুন ফাইয়া কুন’ গানটির সুর ও সঙ্গীত তৈরি করেছিলেন। গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গানটি লিখেছিলেন কবি ও গীতিকার ইরশাদ কামিল। গেয়েছিলেন জাভেদ আলী, এ আর রাহমান, মোহিত চৌহান ও নিজামি ব্রাদার্স। গানটির রেকর্ড করার সময় গায়ক জাভেদ আলীকে এ আর রহমান অজু করতে বলেছিলেন। স¤প্রতি মিউজিক পডকাস্টে গানটির...