বয়স নিয়ে কটাক্ষের জবাব কারিনার!
বলিউডের কোনও অভিনেত্রী মুখে বলিরেখা দেখা গেলেই সেই নিয়ে শুরু হয় চাপা হাসাহাসি, চলে কটাক্ষও। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন করিনা।
টলিউড হোক বা বলিউড, তারকারা সবসময়ই যেন নিজেদের নিখুঁত, সুন্দর হিসেবে তুলে ধরতে চান। কারণ তাঁদের সামান্য খুঁত নিয়ে শুরু হয়ে যায় চর্চা, চলে ট্রোলিং। এইজ শেমিংও চলে। মেকআপ দিয়ে যদি বলিরেখা ঢাকা না যায় তাহলেও শুরু হয়ে যায় চাপা...