প্রমোশনাল পোস্ট থেকে জনি ডেপের আয় প্রায় ২ কোটি টাকা
ইনস্টাগ্রামে জনি ডেপের ফলোয়ারের সংখ্যা ২৬ মিলিয়নের বেশি। সামাজিক মাধ্যমে খুব বেশি অ্যাকটিভ নন জনি ডেপ। মাঝে মাঝে শেয়ার করেন কিছু প্রমোশনাল পোস্ট। ভক্তদের তাই জানার কৌতূহল, প্রতিটি প্রমোশনাল পোস্টের জন্য কত পারিশ্রমিক নেন জনি ডেপ? অ্যাম্বারের সঙ্গে আইনি লড়াই শুরুর আগে জনির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছিল মাত্র ১২ মিলিয়ন। মামলা চলাকালে ফলোয়ারের সংখ্যা বেড়েছে হু হু করে। আইনি লড়াইয়ে...