তিন গল্পের চলচ্চিত্র জীবন জুয়া
তিনটি গল্পে ‘জীবন জুয়া’ নামের অ্যান্থোলজি ফিল্ম নির্মাণ করছেন তিন নির্মাতা। তারা হলেন, আবুল খায়ের চাঁদ, আশুতোষ সুজন ও ইফতেখার মাহমুদ ওসিন। তিন গল্পের একটি হচ্ছে, ‘খোয়াব’। এটি পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ। এতে অভিনয় করেছেন আদর আজাদ ও চিত্রনায়িকা ববি। দ্বিতীয় গল্পের নাম ‘কানন’। আশুতোষ সুজন পরিচালিত এই গল্পের মূল চরিত্রে আছেন ফজলুর রাহমান বাবু ও সামিয়া অথৈ। জীবন...