বিঠোফেনের কৌতুক ও নাইন্থ সিম্ফনির অভিশাপ
পাশ্চাত্যের ক্লাসিক্যাল মিউজিকের খোঁজ রাখেন, কিন্তু বিঠোফেনকে চেনেন না- এমন মানুষ সারা বিশ্বেই বিরল৷ ছবিঘরে থাকছে জার্মান সংগীতজ্ঞের বিষয়ে এমন কিছু তথ্য যা অনেকেরই অজানা...
লুডভিগ ফন বিঠোফেনের জন্ম ১৭৭০ সালে, জার্মানির বন শহরে৷১৮২৭ নালে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে মারা যান তিনি৷ অনেকের ধারণা, বিঠোফেন খুব গুরুগম্ভীর মানুষ ছিলেন৷ তবে বিশেষ মুহূর্তে তার রসবোধ যে ভিন্ন মাত্রা পেতো এমন নজিরও আছে ইতিহাসে৷
৫৭...