দীর্ঘ ৬ বছরের বিবাদ কাটিয়ে ফের একসঙ্গে নতুন শোয়ে কপিল-সুনীল
কপিল শর্মা, সুনীল গ্রোভার অনুরাগীদের জন্য সুখবরও বটে। দীর্ঘ ৬ বছরের ঝগড়া মিটিয়ে ফের কাছাকাছি আসছেন কপিল-সুনীল। হ্য়াঁ, ঠিকই শুনছেন। এমনটাই ঘটনা চলেছে। দীর্ঘ দূরত্ব মিটিয়ে কপিলের শো-তে ফিরছেন সুনীল। খ্যাতিমান কৌতুক অভিনেতা কপিল শর্মা সম্প্রতি তাঁর বিবৃতিতে বলেছেন, ‘ঘর বদলা হ্যায়, পরিবার না বদলা’ কারণ নেটফ্লিক্স তার সঙ্গে একটা অংশীদারিত্ব এবং একটা কমেডি শোয়ের ঘোষণা করেছে। কপিলকে তাঁর ওজি...