ছুরিকাঘাতে আহত কে-পপ তারকা কিউহিউন
দক্ষিণ কোরিয়ার কে-পপ তারকা কিউহিউন এক নারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। সম্প্রতি এক সন্ধ্যায় সিউলের একটি থিয়েটারের ড্রেসিং রুমে ঢুকে ওই নারী তাকে ছুরিকাঘাত করেন। অভিযুক্ত নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। খবর বিবিসির। কিউহিউন বয় ব্যান্ড সুপার জুনিয়রের সদস্য। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিউহিউন তার সহ অভিনেতাদের সাথে দেখা করার সময় ওই নারী তাকে আক্রমণ করে। আক্রমণ প্রতিহত করতে গিয়ে তার...