শাহরুখ খানের জন্মদিন আজ, মধ্যরাতে মান্নাতের সামনে ভক্তদের ভিড়
আজ বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন। প্রতিবছর ২ নভেম্বর প্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিনকে ঘিরে ভক্ত-অনুরাগীদের যেন উৎসাহের সীমা থাকেনা। কিং খানকে সামনাসামনি একটু ছুঁয়ে দেখতে কয়েকশো কিলোমিটার দূর থেকে ছুটে আসেন তারা। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। বুধবার (১ নভেম্বর) রাত থেকেই ভিড় জমেছিল মান্নাতের বাইরে।
বিশেষ এই দিনটায় ভক্তদের হতাশ করেননি বলিউড বাদশা কখনও। এ বারও এলেন রাত ১২টা বাজার...