টিআরপির সেরা দশে ‘ইচ্ছে পুতুল’
নতুন স্লট এসেও জয়জয়কার ইচ্ছে পুতুল-এর। তোমাদের রাণী’র থেকে স্লট ছিনিয়ে নীল মেঘ-ময়ূরীরা। কমলো ফুলকি’র নম্বর। পূজার সিজনে একদিন দেরিতে এল টিভি সিরিয়ালের সাপ্তাহিক রিপোর্ট কার্ড। বিজয় দশমীর ছুটি থাকায় বৃহস্পতিবার প্রকাশ্যে আসেনি টিআরপি রিপোর্ট। একদিকে বিশ্বকাপ, অন্যদিকে শারদীয়া- স্বাভাবিকভাবে উৎসবের সময় সব সিরিয়ালের টিআরপি নিম্নমুখী! ব্যতিক্রম একমাত্র ‘অনুরাগের ছোঁয়া’ আর ইচ্ছে পুতুল। চলতি সপ্তাহেও সকলকে পিছনে ফেলে এক নম্বর...