২৭ মাস চলার পর বন্ধ হয়ে যাচ্ছে ‘গাঁটছড়া’!
২০২১ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল সিরিয়াল ‘গাঁটছড়া’। প্রথমবার ক্যামেরার সামনে দর্শক দেখেছিল গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের জুটি। প্রায় তিন বছর হতে চলল সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়াল। চলতি বছরের মাঝের দিকে শেষ হয়ে গিয়েছে শোলাঙ্কির চরিত্র। ফলে নায়িকাকে ছাড়াই এগিয়েছে সিরিয়ালের গল্প। এসেছে অনেক নতুন মুখ। গৌরবের সঙ্গে জুটিতে দেখা গিয়েছে শ্রীপর্ণা রায়কে। গল্পে এসেছে নানা রকমের মোড়। তবে...