তানজিব সারোয়ারের নতুন গান
আজ প্রকাশিত হচ্ছে সঙ্গীতশিল্পী তানজিব সারোয়ারের নতুন গান ‘বন্ধুয়ারে বন্ধুয়া কি মোহে জড়াইলা’। গানটির কথা, সুর ও কন্ঠ দিয়েছেন তানজিব সারোয়ার নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কক্সবাজারের জিরো পয়েন্টের একাধিক লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ভিডিওতে মডেল হয়েছেন, তানজিব সারোয়ার ও আফসানা চৌধুরী সিফা। তানজিব বলেন, আমি বরাবরই...