এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ভারতের দক্ষিণের সিনেমা
বলিউডের সিনেমার পর এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ভারতের দক্ষিণের সিনেমা ‘লিও’। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় সিনেমাটিতে অভিনয় করেছেন। ‘লিও’ সিনেমার অফিশিয়াল টুইটার পেজে বিজয়কে নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘লিও বাংলাদেশে মুক্তি পেতে যাওয়া প্রথম দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র।’ আগামী ১৯ অক্টোবর ভারতে সিনেমাটি মুক্তি পাবে। তবে বাংলাদেশে কবে মুক্তি দেয়া হবে তা...