জ্যাকলিনের ছবিতে মিকার আপত্তিকর মন্তব্য, জেল থেকে সুকেশের আইনি নোটিশ
বান্ধবী জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে কটূক্তি করায় জেলে বসেই মিকা সিংয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন কনম্যান সুকেশ। ২০০ কোটি রুপি জালিয়াতিকাণ্ডে গত দু’বছর ধরে জেলে আছেন তিনি। তবুও প্রেমিকা জ্যাকুলিনের ভালমন্দে ঢাল হয়ে পাশে রয়েছেন সবসময়। সম্প্রতি জ্যাকুলিনের ছবিতে সুকেশকে টেনে কটূক্তি করেন গায়ক মিকা সিং। যখনই সে খবর সুকেশের কানে পৌঁছেছে চটজলদি আইনি নোটিশও ধরিয়ে দিয়েছেন তিনি এই গায়ককে।
সম্প্রতি বিদেশ...