৭ অক্টোবর শুরু হচ্ছে নতুন রূপে ইন্ডিয়ান আইডল
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর নতুন সিজন শুরু হচ্ছে ৭ অক্টোবর। আগের ১৩ সিজনের থেকে বেশ কিছুটা আলাদা হতে চলেছে ‘ইন্ডিয়ান আইডল ১৪’। এর আগে নেহা কক্কর, হিমেশ রেশমিয়া এবং বিশাল দাদলানিকে ‘ইন্ডিয়ান আইডল ১৩’-তে বিচারক হিসেবে দেখা গিয়েছিল। এবার নেহা ও হিমেশকে বিচারক আসনে বসতে দেখা যাবে না। নতুন সিজনে, এ আসনে বসছেন কুমার সানু এবং শ্রেয়া ঘোষাল।...