‘অদৃশ্য’র ট্রেলারে চমকে দিলেন মাহফুজ-অপি
ঢালিউডের দুই গুণী অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও অপি করিম। প্রথমবারের মতো ওয়েব সিরিজে জুটি বেঁধেছেন তারা। ‘অদৃশ্য’ নামের সেই ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ছোট পর্দার পরীক্ষিত নির্মাতা শাফায়েত মনসুর রানা। এটি তারও প্রথম ওয়েব সিরিজ। আলফা-আই প্রযোজিত সিরিজটি আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। এর আগে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার।
আড়াই মিনিটের সেই...