ডিভোর্সের দুদিন পরই নতুন সুখবর এ আর রহমানের
ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের বিচ্ছেদ হলো সদ্যই। ডিভোর্স ঘোষণা করার পর থেকে, রহমানকে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন রহমান ও তার প্রাক্তন স্ত্রী সায়রার সম্পর্ক নিয়ে নানা আলোচনা। অন্যদিকে সুরকারের সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়া নিয়ে গুঞ্জন রটেছে।
এমনকি, নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন রহমান। তবে এই নিয়ে...