মাত্র ৩৬ বছরে পরলোকে ‘গেম অব থ্রোনস’ অভিনেতা ড্যারেন কেন্ট
হলিউডে আবার শোকের ছায়া নামল। মাত্র ৩৬ বছরেই না ফেরার দেশে চলে গেলেন ‘দ্য গেম অফ থ্রোনস’-এর অভিনেতা ড্যারেন কেন্ট। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, দীর্ঘদিন তিনি অসুস্থতায় ভুগছিলেন। কিন্তু তাঁর ঠিক কী হয়েছিল, তা জানা যায়নি। ড্যারেনের ম্যানেজমেন্ট দল কেরি ডড অ্যাসোসিয়েটস তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফেসবুকে ঘোষণা করেছেন যে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় বন্ধু...