৮৩-তে ‘বেটার কল সওল’ অভিনেতা মার্ক মার্গোলিস পরলোকে
‘ব্রেকিং ব্যাড’-এর রিক্যাপ শো আর টিভিতে দেখা যাবে না। প্রয়াত অভিনেতা মার্ক মার্গোলিস। ৮৩ বছর বয়সেই জীবনাবসান ঘটে তাঁর। শুক্রবারই এই প্রখ্যাত অভিনেতার পরিবার সেকথা জানিয়েছেন। একটা সময় জনপ্রিয় টিভি শো ‘ব্রেকিং ব্যাড’ এবং ‘বেটার কল সওল’-এ অশুভ, হুইলচেয়ারে বন্দি কার্টেল ডন হেক্টর সালামাঙ্কা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। গত বৃহস্পতিবার মার্গোলিস হঠাৎই অসুস্থ হয়ে পড়ায়, তাঁর পরিবার তাঁকে নিউইয়র্কের একটি...