হৃদয় খানের নতুন গান
অনেক দিন পর নতুন গান প্রকাশ করেছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান। গত শুক্রবার ‘অসীম সীমা’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন তিনি। গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে মাল্টিসোর্সিং লিমিটেডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। ‘কথা বলে মন কেড়ে নাও, সহজেই প্রাণ ভরে দাও / তোমাকে আজও বুঝি না, যতনে রেখেছো কিনা’ এমন কথার গানটির কথা লিখেছেন সুস্মিতা বিশ্বাস সাথী ও রাজকুমার...