সাড়া জাগিয়েছে ওয়েব সিরিজ মিশন হান্টডাউন
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে অ্যাকশন ও রহস্য ঘেরা গল্পের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। মুক্তির পরই এটি দর্শকের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। গ্রামের সাধারণ মেয়ে নীরার সদ্য বিবাহিত নিখোঁজ স্বামীকে খোঁজার মিশনে গিয়ে, শুরু হয় দেশ রক্ষার আরেকটি মিশন। এ মিশন নিয়েই সিরিজটির গল্প এগিয়েছে। সিরিজটি পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই পর্বের নির্মাতা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।...