শুটিং ফ্লোর থেকে চুরি করে ধরা পড়লেন অভিনেত্রী গীতশ্রী রায়!
সকাল হতেই শুটিং ফ্লোরে দৌড়ান তারকারা। নিজেদের শিডিউল অনুযায়ী হাজিরা দেন ফ্লোরে। কত কিছুই না ঘটে সেখানে। বন্ধুত্ব, বিতর্ক থেকে অনবদ্য কিছু স্মৃতি..তবে, সেখান থেকে নাকি চুরি করছেন এক তারকাই। হাতে নাতে ধরা পড়লেন গীতশ্রী রায়। বর্তমানে সুহাসিনীর চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে। কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে ছোট মা হিসেবে অভিনয় করছেন তিনি। সেই সেটেই এক ভয়ঙ্কর কা-...