নাটকের দর্শক আছে এবং ভালোভাবেই আছে- মোশাররফ করিম
দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আগামী ঈদের কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন। নাটকের দর্শক সম্পর্কে মোশাররফ করিম বলেন, আমরা যারা অভিনয় করি, তারা তো দর্শকদের জন্যই করি। দর্শকরাই নাটকের প্রাণ। দর্শকরা আছেন বলেই অভিনয় করতে ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমার ধারণা, দর্শক আমাদের নাটককে পছন্দ করেন। তারা নাটক দেখেন। আমাদের সংস্কৃতিকে দর্শকরা ভালোবাসেন। নাটকের দর্শক...