কোক স্টুডিও বাংলা’র নতুন ফিউশন কথা কইয়ো না
কোক স্টুডিও বাংলা একের পর এক দেশের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতসহ বিভিন্ন জনপ্রিয় গান আধুনিক ধারায় উপস্থাপন করে শ্রোতাদের মন জয় করে চলেছে। প্রতি মাসেই তারা কোনো না কোনো গান পরিবেশন করছে। এবার প্রকাশ করেছে নতুন গান ‘কথা কইয়ো না’। গানটিতে শহুরে ও লোকসঙ্গীতের মিশ্রণ ঘটানো হয়েছে। মৌলিক এই গানটি লিখেছেন কবি হাশিম মাহমুদ। সুর ও সঙ্গীত প্রযোজনা করেছেন শিল্পী ইমন চৌধুরী।...