২২ হলে মুক্তি পেয়েছে সুলতানপুর
ভিন্ন ধরনের গল্প নিয়ে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘সুলতানপুর’। ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি পরিচালনা করেছেন সৈকত নাসির। গতকাল সিনেপ্লেক্সসহ ২২টি হলে মুক্তি সিনেমাটি মুক্তি পেযেছৈ। সুলতানপুর দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল ও মিরপুরের সনি স্কোয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটেরে র্গ্যান্ড সিলেট মুভি থিয়েটার, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে। এ ছাড়া...