সুপারম্যানের ভূমিকায় নিকোলাস কেইজ
সুপারম্যান ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টন গ্রহ থেকে পৃথিবীতে আগত একজন অতিবুদ্ধিমান এবং অতিমানবীয় শক্তির অধিকারী একজন মানুষ। সে যেমন শক্তিশালী তার ভূমিকায় অভিনয়ের জন্য একজন শক্তিশালী তারকার প্রয়োজন আছে বৈকি। পরিচালক জানিয়েছেন আসন্ন ‘দ্য ফ্ল্যাশ’ ফিল্মে ম্যান অফ স্টিলের ভূমিকায় অভিনয় করবেন হলিউডের জনপ্রিয় অভিনেতা নিকোলাস কেইজ। এস্কোয়ার মিডলইস্টকে দেয়া এক সাক্ষাতকারে ‘দ্য ফ্ল্যাশ’-এর পরিচালক অ্যান্ডি মুশিয়েতি ফিল্মটিতে সুপারম্যানের ক্যামিও ভূমিকায় অভিনয়...