অনলাইনে ফাঁস নম্বর! ভুয়া ফোনে অতিষ্ঠ ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা
বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’তে অভিনয় করার পর থেকেই রাতারাতি সুপারস্টার আদা শর্মা। এবার অভিনেত্রীর ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস হয়ে কেলেঙ্কারি কাণ্ড! লাগাতার ফোন-মেসেজ যাচ্ছে তার কাছে। অনুরাগীরা থেকে নিন্দুকরা একেবারে উত্যক্ত করে ছাড়ছে আদাকে।
প্রসঙ্গত, রিলিজের পর থেকেই খবরের শিরোনামে ‘দ্য কেরালা স্টোরি’। বিনোদুনিয়া থেকে রাজনৈতিক ময়দানে যে ছবি নিয়ে বিতর্কের অন্ত নেই। তবে এবার অন্য কারণে খবরের শিরোনামে ‘দ্য...