‘দেওরা’ পৌঁছে গেছে আফ্রিকায়, ভেঙেছে ইউটিউব রেকর্ড
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের পঞ্চম গান ‘দেওরা’। প্রকাশের আগেই গানটি নিয়ে শ্রোতাদের মনে আগ্রহ ছিল। কেননা এর মিউজিক কম্পোজিশন করেছেন হালের ক্রেজ প্রীতম হাসান। ফলে গানটি প্রকাশের পর যে সাড়া পাবে, তা অনেকটাই অনুমেয় ছিল। গত ৭ মে এটি অন্তর্জালে উন্মুক্ত করা হয়। এরপর থেকেই গানটি রীতিমতো শাসন করছে ইউটিউব। মাত্র ২১ দিন শেষে এর ভিউ ছাড়িয়েছে ২৮ মিলিয়ন!...