বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন কেভিন কস্টনার-ক্রিস্টিন বমগার্টনার
১৮ বছর সংসার করার পর যৌথ মতের ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন হলিউড তারকা কেভিন কস্টনার এবং স্ত্রী ক্রিস্টিন বমগার্টনার। ২০০৪ সালের সেপ্টেম্বরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। এবার সংসার থেকে প্রস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনেই। অমীমাংসিত পার্থক্য উল্লেখ করে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তাঁরা। বর্তমানে তাঁদের তিনটি সন্তান, কেডেন, ১৫, হেইস, ১৪ এবং গ্রেস, ১২। মিডিয়াকে দেওয়া এক বিবৃতি অনুসারে, কস্টনারের প্রতিনিধি বলেছেন,...