৭৯ বছর বয়সে বাবা হলেন তারকা রবার্ট ডি নিরো
‘দ্য আইরিশম্যান’খ্যাত তারকা রবার্ট ডি নিরো সপ্তমবার বাবা হওয়ার খবর ভাগ করে নিলেন। যদিও সন্তানের মাতৃ পরিচয় বা সন্তান ছেলে না মেয়ে তা নিয়ে কোনও কথা বলেননি এই কিংবদন্তি হলিউড অভিনেতা। রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে সপ্তমবার বাবা হলেন। আসন্ন ছবি ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় এই সুখবর শেয়ার করে নেন নিরো। কথা বলেন পিতৃত্ব নিয়ে। সাক্ষাৎকারের সময় তাঁকে...