ট্রেন্ডের নামে সোশ্যাল মিডিয়ায় নাটকের আপত্তিকর সংলাপ ও দৃশ্য
একটা সময় টেলিভিশনে নাটক ছিল বিনোদনের অন্যতম উপাদান। প্রযুক্তির উৎকর্ষে এখন নাটক টিভি থেকে ইউটিউবে চলে এসেছে। ইউটিউবের নাটক নির্মাণে কোনো সেন্সরশিপ না থাকায় নির্মিত হচ্ছে আপত্তিকর গল্পের নাটক। ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় গল্পের সাথে জুড়ে দেয়া হচ্ছে অশ্লীল দৃশ্য ও সংলাপ। এ ধরনের নাটকের প্রতিযোগিতা চলছে এই সময়ের অনেক নাট্য নির্মাতার মধ্যে। শুধু ইউটিউব নয়, ফেসবুকসহ নানা প্ল্যাটফর্মে এ ধরনের...