বব ডিলান বায়োপিকের টিজারে অনবদ্য টিমোথি শালামে
জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় ডিলানের চরিত্রে দেখা যাবে টিমোথি শালামেকে (ছবিতে বামে)। প্রকাশ পেয়েছে ছবিটির টিজার। টিমোথিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। নিজ অভিনয়গুণে এরই মধ্যে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তার অভিনীত ‘ড্যুন’ ও ‘ওঙ্কা’ সিনেমা দুটি ব্যাপক আলোচিত হয়েছে। ‘আ কমপ্লিট আননোন’-ও যে বিশ্বজয় করতে চলেছে, তা টিজার দেখেই নিশ্চিত সিনেপ্রেমীরা।...