১৫০ পর্বে ধারাবাহিক ‘ক্যাম্পাস’
১৫০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনে প্রচার চলতি দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ক্যাম্পাস’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচার হচ্ছে নাটকটি। আজ প্রচার হবে এর ১৫০তম পর্ব। আওরঙ্গজেবের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন রওনক হাসান, অর্ষা, চাষী আলম, পাভেল, মিহি আহসান, এমিলা হক, সুষমা সরকার, মাহা, তামিম খন্দকার, ফরহাদ বাবু, শিবলি নোমান, তানজিম হাসান...