৮ বছর পর বলিউডে ফিরছেন ‘নিষিদ্ধ’ ফাওয়াদ খান
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের কথা। পাকিস্তানি শিল্পীরা বলিউডে নিষিদ্ধ হওয়ার পর পয়লা শিকে ছিঁড়েছিলেন আতিফ আসলাম। এবার সেই পথ ধরেই ফের ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তন ‘হ্যান্ডসাম হিরো’ ফাওয়াদ খানের । সুদর্শন চেহারা নিয়েই আসমুদ্র হিমাচলের নারীদের মনে ঝড় তুলেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা। তাই পাক শিল্পীরা নিষিদ্ধ হওয়ার পর থেকেই তরুণীদের মন ভেঙেছিল যে, ফাওয়াদকে আর বলিউডি পর্দায় না দেখতে পাওয়ার...