রোজা রেখে গাজর খান
০৬ এপ্রিল ২০২৩, ০৮:০৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:২৭ এএম
গাজর অতি পরিচিত সুস্বাদু ও পুষ্টিকর সবজি। গাজরকে প্রকৃতির অমূল্য সৃষ্টি এবং শক্তির ভান্ডার বলা হয়। এটি শীতকালীন সবজি হলেও এখন বার মাসই বাজারে পাওয়া যায়। গাজর লাল বা কমলা রঙের হয়। এতে কেরোটিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ থাকার কারণে গাজর কমলা রঙের হয়। গাজর কাঁচা, সালাত করে অথবা তরকারি করে, পাতা শাক হিসেবে খাওয়া যায়। এর শাক খুবই পুষ্টিকর খাবার। এই রোজায়ও তাই এটি আপনি খেতে পারেন নিশ্চিন্তে।
গাজর নানা গুণের অধিকারী। যা মানব দেহের জন্য খুবই উপকারী। পুষ্টি বিজ্ঞানীদের মতে প্রতি ১০০ গ্রাম খাবার উপযোগী গাজরের খাদ্য উপাদান হলো, শর্করা ১২.৭ গ্রাম, প্রোটিন ১.৫ গ্রাম, চর্বি ০.২ গ্রাম, জলীয় অংশ ৮৫ গ্রাম, ভিটামিন এ ১০৫২০ মাইক্রোগ্রাম, সি ১৫ মিলিগ্রাম, বি-১ ০.০৪ মিলিগ্রাম, বি-২ ০.০৫ মিলিগ্রাম, খাদ্যশক্তি ৫৭ ক্যালরি, ক্যালসিয়াম ২৭ মিলিগ্রাম, আয়রন ২.২ মিলিগ্রাম, পটাশিয়াম ১০৮ মিলিগ্রাম, আঁশ ১.২ গ্রাম, ফসফরাস ৩০ মিলিগ্রাম।
এতে ভিটামিন ই ও বিটা ক্যারোটিন পাওয়া যায়। চোখের সমস্যা সারাতে গাজর খুবই উপকার করে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। যা এ এর অভাব জনিত সমস্যা সমাধানে কাজ করে।
গাজরের সলিউবল ফাইবার (আঁশ) উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। বিট্যাক্যারোটিন চামড়া সৌন্দর্য ধরে রাখতে ও টান টান ভাব বজায় রাখতে সাহায্য করে।
গাজর ক্যারোটিনয়েড সমৃদ্ধ সবজি হওয়ায় রক্তের অতিমাত্রার চিনি নিয়ন্ত্রণ করে।
গাজরে প্রচুর পটাশিয়াম বিদ্যমান। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহয্য করে। গাজর শরীরকে ঠা-া রাখে হৃদপিন্ড ও মস্তিস্ব‹কে মজবুত করে।
কোষ্ঠকাঠিন্য দূর করে। গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। গাজরের জুস শিশুদের জন্য খুবই উপকারী। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করে। প্রতিদিন মাঝারি আকারের একটি গাজর খেলে প্রতিদিনের ভিটামিন-‘এ’র চাহিদা পূরণ হয়।
নিয়মিত গাজর খেলে শরীর নরম সুন্দর হয় এবং শক্তি বাড়ে।
যাদের পায়খানা শক্ত হয় তারা প্রতিরাতে একটা করে গাজর খান উপকার পাবেন।
শিশুদের নিয়মিত গাজরের রস খাওয়ালে দাঁত উঠতে কোনো সমস্যা হয় না।
যে সব মহিলার মাসিক অনিয়মিত হয় তারা নিয়মিত গাজর খান সমস্যা কমে আসবে। যাদের মাসিক বন্ধ থাকে তারা গাজরের বীজ পানিতে মিশিয়ে বেটে বা পিষে পরপর ৭ দিন খেলে মাসিক নিয়মিত হয়।
গাজর ক্ষুধা বাড়ায়, তাড়াতাড়ি হজম হতে সাহায্য কওে, পুরোনো পেটের অসুখ কফ ও বায়ু উপশম করে।
গাজরের জুস নিয়মিত খেলে আলসার রোগের বেশ উপকার মিলে।
গর্ভবতীয় মায়েদের শেষের ৩/৪ মাস নিয়মিত গাজরের জুস খেলে সন্তানের জন্ডিস হওয়ার সম্ভাবনা কমে যায় এবং শরীরে পানি শোষণ ক্ষমতা বাড়ায় ফলে পানি জমে না।
যে সব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ান তারা নিয়মিত গাজরের জুস খেলে বুকের দুধের পরিমাণ বাড়বে এবং শিশুরও খুবই উপকার হবে।
নিয়মিত গাজর খেলে চামড়ার সমস্যা কমে শারীরিক অবসন্নতা, কিডনিকে পরিষ্কার ও ছাকন কাজে সাহায্য করে।
গাজরের এন্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগের সংক্রামণ হতে শ্বাস প্রশ্বাস গতিকে নিরাপদ রাখে এবং কণ্ঠনালীর শ্লেষাসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করে।
গাজর মানব দেহে রক্ত কণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যারা ধুমপান করেন তারা গাজর খেলে সিগারেটের ধোয়ার ক্ষতিকর হাত থেকে গাজর রক্ষা করে।
গাজরের ক্যারোটিনয়েড আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে চামড়াকে বা ত্বককে রক্ষা করে চামড়ার ক্যান্সার প্রতিরোধ করে।
গাজরে ফোটোনিউট্রিয়েট ফ্যালকর্নিকল, উপাদান থাকে যা, মলাশয়ের বা কোলন ক্যান্সার প্রতিরোধ করে।
নিয়মিত মাঝারি আকারের একটি গাজর খেলে স্ট্রোকের ঝুঁকি কমে এবং রক্তের কোলেস্টেরল কমে।
গাজরে প্রচুর ফসফরাস আছে তাই যারা মাথা কাটানোর কাজ করেন তাদের জন্য গাজর ও গাজরের শাক খুবই উপকারী।
গাজর কাঁচা সবজি করে অথবা ভালো করে ধুয়ে বাকলসহ চিবিয়ে খান। তার উপাদান সরাসরি শরীরে কাজে লাগবে দাঁতও পরিষ্কার থাকবে।
আচার : গাজর টুকরো টুকরো করে সাত দিন লবণ মাখিয়ে রাখুন। তারপর লবণের পানি ফেলে দিয়ে রৌদ্রে শুকিয়ে নিন। তারপর প্রয়োজনমত মসলা ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন। এতে সুস্বাদু আচার তৈরি হবে। এ আচার মাঝে মাঝে খান উপকার পাবেন।
সতর্কতা : ডায়বেটিকস রোগীরা দিনে অর্ধেকটা করে গাজর খেতে পারেন। তবে তা অবশ্যই নিজ নিজ চিকিৎসকের পরামর্শ মতে খেতে হবে।
মোঃ জহিরুল আলম শাহীন
শিক্ষক ও স্বাস্থ্য বিষয়ক কলাম লেখক।
ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোলাপগঞ্জ, সিলেট।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সমন্বয় কমিটির সভা
কুষ্টিয়ায় বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- বিভাগীয় কমিশনার
লালমোহন পৌরসভার ছয় দিন ব্যাপী করমেলার সমাপ্তি ঘোষণা করেন পৌর প্রশাসক মো. শাহ আজিজ
ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ২৭ অভিযোগ, বাধ্যতামূলক ছুটি ও ইনক্রিমেন্ট বাতিল
খুলনায় ক্লাব দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয়
শিক্ষার্থীদের ভিসা দ্রুত দিতে কানাডাকে ঢাকার অনুরোধ
অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে অভিযানে ৪০ মিনি ড্রেজার, টাওয়ার ও পাইপ ধ্বংস
২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ
ইবিতে বাস ভাঙচুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
সাইবার আদালত থেকে খালাস পেলেন নূরুল করীম আকরাম ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন
‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’
লামায় অস্ত্রসহ ১ জন পাহাড়ি সন্ত্রাসী আটক
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ
আটকেপড়া বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া
৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশের নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা
পায়ে হেঁটে দুই ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির উত্তর গাজায় প্রবেশ
ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলে সাদা দলের অভিনন্দন
৩ মাসে অ্যাপেক্সের মুনাফা ৩ কোটি টাকা
নজরুল বিশ্ববিদ্যালয় সেইভ ইয়ুথের নেতৃত্বে রুম্পা-বাপ্পি