স্বাস্থ্যের যত্ন নিতে পারে রোজা
০৬ এপ্রিল ২০২৩, ০৮:১১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:২৭ এএম
রোজা ইসলাম ধর্মের পাঁচটি প্রধান স্তম্ভের অন্যতম। রমযান মাস রহমত ও বরকতে পরিপূর্ণ। মুসলমানরা রমযান মাসে রোজা পালন করেন কারন এটি তাদের জন্য ফরজ ইবাদত। মহান আল্লাহতায়ালা সুরা বাকারাহ’র ১৮৩ নং আয়াতে বলেছেন- “হে ঈমাদারগন; তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়।” তবে কিছু কিছু ক্ষেত্রে কারও কারও জন্য রোজা পালনে শিথিলতা রয়েছে। রমযানে ধৈর্য, আত্মসংযম, নিয়মানুবর্তীতার সাথে রোজাপালনের মাধ্যমে মুসলমানরা তাঁদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমীনের নিকটবর্তী হওয়ার সুযোগ লাভ করে। ধর্মীয় অনুপ্রেরণার পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকেও রোজার উপকারিতা অনেক।
আসুন আমরা জেনে নেই রমজান আমাদের শরীর-স্বাস্থ্যের কি কি উপকার করে-
১। বিষক্রিয়ার প্রশমন
২। পরিপাকতন্ত্রের বিশ্রাম
৩। রক্তচাপ নিয়ন্ত্রন
৪। রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রন
৫। রোজা ওজন কমাতে সাহায্য করে
৬। রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
৭। বদঅভ্যাস পরিত্যাগ ও স্বাস্থ্যকর অভ্যাস তৈরিতে সাহায্য করে-
বিষক্রিয়ার প্রশমন- সাধারণত প্রক্রিয়াজাত খাদ্য থেকে আমাদের দেহের চর্বিকোষে কিছু কিছু বিষাক্ত পদার্থ জমা হতে থাকে। রোজা এইসব বিষাক্ত পদার্থ থেকে মুক্তি লাভের জন্য দারুন এক সুযোগ তৈরি করে দেয়। রোজা রাখার ফলে লম্বা সময় না খেয়ে থাকায় চর্বি দহনের মাধ্যমে শরীর থেকে এই বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায়। লিভার, কিডনি সহ আন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
পরিপাকতন্ত্রের বিশ্রাম- সারাদিন ব্যাপী পরিপাকতন্ত্র্রের বিশ্রামের সময় নির্ধারিত ধীর গতিতে হজমের জন্য তরল নিঃসৃত হতে থাকে। খাদ্য হজমও হয় একইভাবে। এতে আত্তীকরণ প্রক্রিয়া জোরদার হয় এবং শরীর স্বাভাবিকের চেয়ে বেশী পুষ্টিকনা শোষন করতে পারে। এটি ‘এডিপোনেকটিন’ নামক হরমোনের প্রভাবে হয় যা অনেকটা সময় না খেয়ে থাকা ও শেষ রাতে খাবার গ্রহনের সাথে সম্পর্কিত।
রক্তচাপ নিয়ন্ত্রন- আত্তীকরণ প্রক্রিয়া শ্লথ হওয়ার কারণে এড্রেনালিন ও নরএড্রেনালিন হরমোন কম নিঃসৃত হয়, যা রক্তচাপ নিয়ন্ত্রনে সাহায্য করে।
রক্তের গ্লুকাজ নিয়ন্ত্রন- রোজার সময়ে প্রথমে গ্লুকাজ ও পরে চর্বি দহনের মাধ্যমে শরীরে শক্তি তৈরি হয়। এতে রক্তে গ্লুকজের মাত্রা কমে আসে। শরীরে ইনসুলিনও কম তৈরি হয় অর্থাৎ অগ্ন্যাশয় বিশ্রামে থাকে, যা ডায়াবেটিস এর জন্যও উপকারি। তবে প্রত্যেক ডায়াবেটিস রোগীর রোজার শুরুতেই ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ। কিভাবে রোজা রাখলে তার শরীরের কোন ক্ষতি হবে না, তা আগে থেকেই ঠিক করে নিতে হবে।
রোজা ওজন কমাতে সাহায্য করে- যারা ওজন কমাতে ইচ্ছুক রমযান তাদের জন্য খাদ্যাভ্যাস পরিবর্তনের অসাধারণ সুযোগ। প্রথমত রোজা ক্ষুধা ও জাগতিক ইচ্ছা নিয়ন্ত্রণে সাহায্য করে। লম্বা সময় না খেয়ে থাকার ফলে পাকস্থলী ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসে, ফলে কম খাবার খেয়েই পেট ভরে যায়। এর সাথে নিয়ম মাফিক স্বাস্থ্য সম্মত খাবার খেয়ে ওজন কমানো সম্ভব। তারাবীর নামাযও মাঝারি মানের ব্যায়াম হিসাবে কাজে লাগে। এছাড়া রোজা চর্বি দহনেও সাহায্য করে। রোজা-পরবর্তীতে এ অভ্যাস ধরে রাখলে ওজন আর বাড়েনা।
রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে- নিয়মিত রোজা পালনের ফলে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রন করাও সম্ভব। “অ্যানালস্ অব নিউট্রিশন এন্ড মেটাবলিজম” এ প্রকাশিত আর্টিকেলের তথ্য অনুযায়ী এল ডি এল কোলেস্টেরল কমে ৮%, ট্রাইগ্লিসারাইড কমে ৩০%, এইচ ডি এল কোলেস্টেরল বাড়ে ১৪.৩%, যা হার্ট এটাক, স্ট্রোক, রক্তনালীতে চর্বি জমা প্রতিহত করে।
বদঅভ্যাস পরিত্যাগ ও স্বাস্থ্যকর অভ্যাস তৈরিতে সাহায্য করে- ধূমপান, মাদক সেবনসহ বিভিন্ন বদঅভ্যাস পরিত্যাগের উপযুক্ত সময় রমজান। রোজা ধীরে ধীরে নেশাজাতীয় দ্রব্যাদি গ্রহণের ইচ্ছাকে দূরে রাখতে সাহায্য করে এবং এই অভ্যাসে শরীর ও মন অভ্যস্থ হয়ে ওঠে, এর জন্য প্রয়োজন শুধু মানসিক একাগ্রতার। এই সময়টা এতই গুরুত্বপূর্ণ যে, ইউ কে ন্যাশনাল হেলথ সার্ভিস পুরো রমজান মাসকে নেশাজাতীয় দ্রব্য থেকে অব্যাহতি পাবার আদর্শ সময় হিসেবে ঘোষণা করেছে।
তাই পরিশেষে বলতে চাই রোজা রাখার মাধ্যমে নিজেদেরকে অধিকতর সুস্থ রাখার এই সুযোগ সকলের গ্রহণ করা উচিৎ।
ডা. রওশন আরা খানম
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
বিতর্কিত কর্মকর্তা কুমিল্লার এসপি হারুনের সহযোগি জিএমপিতে
জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : সৈয়দা রিজওয়ানা হাসান
৩০ কোটি টাকায় বিক্রি ৪০০ বছরের রুপোর মুদ্রা
কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি গ্রেফতার
সালথায় প্রধান শিক্ষকের যৌন হয়রানির সংবাদ সংগ্রহে গিয়ে চার সাংবাদিক লাঞ্চিত: মুলহোতা গ্রেপ্তার
যশোরে দুই সাংবাদিককে মারপিট, ক্যামেরা ভাংচুর
সৈয়দপুরে দুই কাঁচা বাজারের কমিটির দ্বন্দ্ব, ব্যবসায়ীদের উপর হামলা ও মহাসড়ক অবরোধ
মুজিববর্ষের বাজেট বরাদ্দ বাতিল
নতুন আইজিপি বাহারুল আলম পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী
‘শাহজাদপুরে যমুনা ভাঙন রোধের শতশত কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ’
নতুন লোগো নিয়ে হাজির হচ্ছে জাগুয়ার, কবে থেকে চালু হবে?
রাজশাহীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ৮
মস্কো-ওয়াশিংটন হটলাইন এখন ব্যবহার হচ্ছে না: ক্রেমলিন
চট্টগ্রাম প্রেস ক্লাবের তালা ভেঙ্গে অনুপ্রবেশ- ব্যবস্থাপনা কমিটির তীব্র প্রতিবাদ ও নিন্দা
চবি ছাত্রশিবিরের ১৭ জনের কমিটিতে ৪ জন সমন্বয়ক
সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের কাজী মোঃ তোফাজ্জল হোসেনের ইন্তেকাল
জাতীয় মানবাধিকার কমিশনের সংশোধিত অধ্যাদেশ অনুমোদন
আত্মরক্ষার অধিকার রাশিয়ার আছে: এরদোগান
র্যাব-পুলিশ ছিলো, কিন্তু মানুষের নিরাপত্তা ছিলো না: যুবদলের সাধারণ সম্পাদক