রুবেলা কি ও তার প্রতিরোধ
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম
এখন দেশব্যাপী শিশুদের হাম ও রুবেলার টিকাদান কর্মসূচী চলমান আছে। কিন্তু অনেকে বুঝেই না, “রুবেলা” কি ?
রুবেলা কী ?
রুবেলা একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। একে “জার্মান মিজেল্স্” অথবা “তিন দিনের হাম”ও বলা হয়ে থাকে। যেকোন বয়সের মানুষ রুবেলা আক্রান্ত হতে পারে। তবে শিশু ও গর্ভবতী মহিলাদের মধ্যে এটি সংক্রমিত হয় বেশী।
রুবেলা হলে কী কী উপসর্গ হতে পারে ?
এ রোগে সর্দি, কাশি, মাথাব্যথা, ও সামান্য জ্বর (১০১ ডিগ্রি ফা. পর্যন্ত) হয় এবং কানের পেছনে ও ঘাড়ে লিম্ফ গø্যান্ড ফুলে যেতে দেখা যায়। তাছাড়া গীটে গীটে ব্যথা এবং চামড়ায় হাল্কা লাল বা গোলাপী রঙের রেশ হতে পারে। তিন দিন পর সাধারণতঃ জ্বর সেরে যায়, চামড়ায় রেশ থাকলে তাও আস্তে আস্তে চলে যায়। অধিকাংশ সময়ে, রুবেলা সাধারণ সর্দি, জ্বরের মতই মনে হয়। আক্রান্ত ব্যক্তি বুঝতেও পারে না, এর মধ্যে তার রুবেলা হয়ে গেছে।
মহিলাদের গর্ভধারণের প্রথম দিকে (১২-১৫ সপ্তাহ পর্যন্ত) রুবেলা আক্রান্ত হলে নবজাতক শিশুর বিভিন্ন সমস্যা হতে পারে। আক্রান্তদের এক পঞ্চমাংশের ডেলিভারিতে মৃত সন্তান প্রসব হতে দেখা যায়। বাকিদের মধ্যে হৃদযন্ত্রে জন্মগত ত্রুটি, বধিরতা, ছানিযুক্ত চোখ ও অন্ধত্বসহ বিভিন্ন জন্মগত সমস্যা হতে পারে। তাদের অনেকে মানসিক প্রতিবন্ধি হয়, পড়াশোনায় আগাতে পারে না এবং দৈহিক বৃদ্ধিও কম হয়।
এত সব সমস্যা নিরসন করতে গিয়ে রুবেলা ভ্যাক্সিনের সৃষ্টি হয় এবং ১৯৭০ সালে তা টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত হয়ে “জন্মগত রুবেলা সিনড্রোমকে ব্যাপকভাবে হ্রাস করে।
রুবেলা প্রতিরোধের উপায়ঃ
রুবেলা সহ হাম ও মামস্ প্রতিরোধের জন্য শিশুবয়সে ২টা এমএমআর টিকা দেওয়া হয়ে থাকে। প্রথমটি ১২-১৫ মাস বয়সে ও দ্বিতীয়টি ৪-৬ বছর বয়সে দেওয়া হয়। তবে যেকোন বয়সে এ টিকা নেওয়া যায়। তবে এখন ইপিআই কর্মসূচীতে ০৯ মাস শেষ হয়ে ১০ মাসে পড়লেই হাম রুবেলার টিকা দেয়া হচ্ছে আবার ১৬ আবার একটি দেয়া হয়। মেয়েদের গর্ভধারণের আগে সে যথেষ্ট রুবেলা প্রতিরোধী কিনা তা ভেবে দেখা প্রয়োজন । আগে টিকা নেওয়া থাকলে বা একবার রুবেলা হয়ে গেলেও গর্ভধারণের আগে রুবেলা এন্টিবডির জন্য রক্ত পরীক্ষা করে দেখা দরকার। পরীক্ষার রিপোর্ট যদি পজিটিভ হয়, ভাল। যদি নেগেটিভ হয়, তবে তার আবার টিকা নেওয়া দরকার। কারন গর্ভাবস্থায় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে, বাচ্চার অসুবিধা হতে পারে। এমতাবস্থায় তাকে সতর্কতার সাথে চলাফেরা করা উচিৎ এবং জনসমাগম যেখানে বেশী সেখানে যথাসম্ভব কম যাওয়া ভাল। সন্তান জন্মদানের পর সে টিকা নিয়ে নেবে। বাচ্চা দুধ পাওয়ার সময় রুবেলা টিকা নেওয়াও সম্পূর্ণ নিরাপদ। তাতে মা ও বাচ্চার কোন ক্ষতি হয় না।
ইমেইল : [email protected]
মোবাইল : ০১৯৩৭৪০৪৫৫৮ , ০১৮১৬৭৮১৫৪৪
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু